বিএনপি মাঝেমধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তবে নির্বাচন ঠেকাতে পারবে না

বিএনপির এক দফা দাবির বিরুদ্ধে জোটগতভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলও মাঠে নেমেছে। ক্ষমতাসীন এই জোট ৭ আগস্ট ঢাকায় সমাবেশের কর্মসূচি নিয়েছে। বিরোধী দলের আন্দোলনের ব্যাপারে সরকারের অবস্থান ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। সাক্ষাৎকারটি নিয়েছেন কাদির কল্লোল।

রাশেদ খান মেননফাইল ছবি


প্রথম আলো: বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটের এক দফা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে, বিএনপির কাছে ক্ষমতা দেওয়া হবে না। আপনারও একই রকম বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে। এ ধরনের বক্তব্যের অর্থ কী দাঁড়ায়?

রাশেদ খান মেনন: আমি বলেছি, বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশটা কোথায় যাবে, সেটা বিবেচনা করতে হবে। কারণ, বিএনপি-জামায়াত দেশটাকে আবার পেছনের দিকে নিয়ে যাবে। তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে মানুষের ধারণা রয়েছে। সেদিক থেকে জনগণই বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আসতে দেবে না।

প্রথম আলো: কিন্তু বিএনপির কর্মসূচিগুলোয় লোকসমাগম বাড়ছে। তারা সরকার পতনের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলছে। সেটি কীভাবে দেখছেন?

রাশেদ খান মেনন: বিএনপি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সহায়তা নিয়ে দক্ষিণ ও চরম ডানপন্থী দলগুলোকে এক করেছে। বাংলাদেশের জনগণ এ ধরনের ডানপন্থীদের সমর্থন দেবে না। তারা হয়তো খণ্ড খণ্ড ঘটনা ঘটাতে পারবে, কিন্তু বড় কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। যেমন তারা মহাসমাবেশে সারা দেশ থেকে লোক এনে বড় জমায়েত করেছে। পরদিনই গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি দিয়ে তারা চুপসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *