দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোর বারান্দায় অবস্থান নেওয়া নারী বাড়ি ফিরেছেন

স্বামী-স্ত্রীকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন ইউএনও তরিকুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে শ্রীপুর ইউএনও কার্যালয়ে | ছবি: সংগৃহীত


স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার দাবিতে গাজীপুরের শ্রীপুরের ডাকবাংলোর বারান্দায় দুই মেয়েশিশুকে নিয়ে পাঁচ দিন ধরে অবস্থান নেওয়া নারী নাসরিন আক্তার (৩৬) বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার রাতে দুই মেয়েকে নিয়ে তিনি এক স্বজনের বাড়িতে উঠেছেন। আজ রোববার তাঁর স্বামীর বাড়ি যাওয়ার কথা।

নাসরিন আক্তার শ্রীপুরের পেলাইদ গ্রামের মো. কবির হোসেনের স্ত্রী। তিনি বাগেরহাট সদরের অর্জুনবহর গ্রামের আবদুস সালাম তালুকদারের মেয়ে। তাঁর স্বামী কবির হোসেন দ্বিতীয় বিয়ে করে বর্তমানে শ্রীপুরের বহেরারচালা গ্রামে বসবাস করছেন।

আজ সকালে নাসরিন আক্তার ও তাঁর স্বামী কবির হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের কার্যালয়ে গতকাল বিকেলে পরিবারের সদস্যসহ তাঁদের ডাকা হয়েছিল। সেখানে ইউএনও তাঁদের স্বামী-স্ত্রীর বিরোধের বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। পরে নাসরিন আক্তার সন্তানদের নিয়ে তাঁর এক স্বজনের বাড়িতে গেছেন।

মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ইউএনও অফিসে যাওয়ার পর তাঁদের মধ্যে সমঝোতা হয়েছে। নাসরিন আক্তারকে তিনি তাঁর পেলাইদ গ্রামের বাড়িতে রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রাজি না হওয়ায় তাঁকে বহেরারচালা গ্রামের বাড়িতে রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ নাসরিন ওই বাড়িতে ওঠার কথা আছে। দুই শিশুসন্তানসহ ডাকবাংলোর বারান্দায় স্ত্রীর অবস্থান করার বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। এতে তাঁর কর্মস্থল থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

নাসরিন আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউএনও স্যারের কথায় আমি স্বামীর বাড়ি ফিরে যাব। তবে আমার নামে তোলা ঋণ স্বামীকে পরিশোধ করতে হবে।’
এ বিষয়ে শ্রীপুরের ইউএনও তরিকুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী দুই পক্ষকে ডেকে সমঝোতা করে দেওয়া হয়েছে। ওই নারী স্বামীর বাড়িতে যাবেন। স্বামীও তাঁকে ঘরে তুলতে সম্মত হয়েছেন। স্বামীর চাকরির জটিলতার বিষয়টি কোম্পানির সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলায় কারাভোগ করে গত ২০ জুলাই নাসরিন আক্তার উপজেলার বহেরারচালা গ্রামে স্বামীর বাড়িতে গিয়ে জানতে পারেন যে তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন। পরে তাঁকে ওই বাড়িতে উঠতে দেননি স্বামী ও পরিবারের লোকজন। দুই শিশুসন্তান নিয়ে তিনি নানাজনের বাড়িতে আশ্রয় নেন। পূর্ণ মর্যাদার সঙ্গে স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার দাবিতে ২ আগস্ট থেকে শ্রীপুর উপজেলা ডাকবাংলোর বারান্দায় এক ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে অবস্থান নেন নাসরিন আক্তার।

এ ঘটনায় গতকাল প্রথম আলো পত্রিকায় ‘দুই সন্তানসহ বারান্দায় এক নারী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে গতকাল বিকেলে ইউএনও তরিকুল ইসলাম তাঁর কার্যালয়ে স্বামী-স্ত্রীকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *