শিগগিরই যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

শিগগিরই যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। তবে সে কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আন্দোলনের এ পর্যায়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার বেড়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় নেতাদের সাজার রায়ের প্রেক্ষাপটে এবার থানা-পুলিশ ও আদালতকেন্দ্রিক কর্মসূচি আসতে পারে। এই কর্মসূচি হতে পারে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং আদালত চত্বরে অবস্থান। একই সঙ্গে কর্মসূচিতে পেশাজীবীদের সক্রিয় করার উপায় নিয়েও ভাবা হচ্ছে।

তবে নতুন করে যৌথ কর্মসূচি শুরু করার লক্ষ্যে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি। ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণ অধিকার পরিষদের (নুরুল হক) সঙ্গে বৈঠক হয়েছে।

এসব বৈঠকে নেতাদের কাছ থেকে নতুন কর্মসূচির ব্যাপারে প্রস্তাব চাওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী পর্যায়ের আন্দোলনের কর্মকৌশলের বিষয়েও ধারণা নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করছি। এটি এখন শেষ পর্যায়ে। শিগগিরই নতুন কর্মসূচি আসবে, সেটি প্রক্রিয়াধীন আছে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *